ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পাকিস্তান সেনাবাহিনী

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে পাক সেনাবাহিনী বাধা দিচ্ছে বলে যে ধারণা সৃষ্টি হয়েছে, তা নাকচ করে দিল পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রানালয়। পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে কোনো ভাবেই বিভেদ সৃষ্টি করা যাবে না বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রানালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া।

তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুরো সমর্থন করে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাকারিয়া আরো বলেন, ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান। একই সঙ্গে যে ইস্যুগুলি নিয়ে দুদেশের মধ্যে সম্পর্কে সমস্যা বিচারজমান তাও মেটাতে পাকিস্তান আগ্রহী বলে মন্তব্য তাঁর।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবী করেন, পাকিস্তানে সামরিক এবং বেসামরিক ভারসাম্যহীনতার কারণে ইসলামাবাদের সঙ্গে ভারতের সম্পর্কোন্নয়নের ক্ষেত্র বাধ সৃষ্টি করছে। রাজনৈতিকমহলের মত, মোদির এই বক্তব্যের এবার পালটা জবাব দিল পাকিস্তান।



মন্তব্য চালু নেই