ভারতে আবারও কৃষকের আত্মহত্যা

আবারও ভারতে আত্মহত্যা করেছেন এক কৃষক। তিনি তেলেঙ্গানার প্রদেশের নিজামাবাদ জেলার বাসিন্দা ছিলেন। সেখান থেকে রাজধানী শহর হায়দ্রাবাদে এসেছিলেন। পরে বুধবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর আগেও তেলেঙ্গানা প্রদেশের অনেক কৃষক আত্মহত্যা করেছিল।

এনডিটিভির এক রিপোর্টে বলা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখরের নিজ জেলা মেদাকের একটি গ্রামে এ পর্যন্ত ৩৪ কৃষক আত্মহত্যা করেছেন। এদের মধ্যে পাঁচ জনের জন্মস্থান ছিল তেলেঙ্গানা।

আত্মহননকারী ওই কৃষকের নাম, ঠিকানা সম্পর্কে সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। তিনি ঠিক কী কারণে আত্মহননের পথ বেছে নিয়েছেন তাও পরিস্কার নয়।

তবে সম্প্রতি দেশটিতে প্রচন্ড খরা ও বন্যার কারনে প্রচুর ফসল নষ্ট হয়েছে। অধিকাংশ গরীব কৃষকরাই জমি বন্ধক রেখে অথবা চড়া সুদে মহাজনদের কাছ থেকে টাকা নিয়ে জমিতে ফসল আবাদ করেছিল। কিন্তু চোখের সামনে সেই ফসলের ক্ষয়-ক্ষতি মেনে নিতে না পেরে আত্মহননের পথ বেছে নেন অনেকেই। মধ্যপ্রদেশ, তেরেঙ্গানাসহ বিভিন্ন প্রদেশে এ পর্যন্ত বহু কৃষক আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করেন হতদরিদ্র কৃষক পরিবারগুলো।



মন্তব্য চালু নেই