ভারতে একটুর জন্যে বেঁচে গেল ১৬৮ জন যাত্রীবাহীবিমান

একটুর জন্যে বেঁচে গেল যাত্রীবাহীবিমান। ১৬৮ জন যাত্রী নিয়ে গো এয়ারের একটি বিমান ধাক্কা মারল চেন্নাই বিমানবন্দরের যাত্রীদের ওঠা-নামার সেতুতে। যদিও এ ঘটনায় কোনও যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বেসামরিক ফ্লাইট ডিরেক্টরেট জেনারেল(ডিজিসিএ) সূত্রে খবর, মুম্বাই বিমানবন্দর থেকে আসছিল গো এয়ারের ৮-৩০৫ বিমানটি। শুক্রবার ভোর ৬ টা ৩৫ মিনিট নাগাদ অবতরণের সময় আচমকা সেটি ধাক্কা মারে যাত্রীদের ওঠা-নামার সেতুতে। কোনও যাত্রীর চোট-আঘাত না লাগলেও বিমানের সামনের দরজার পাশের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, বিমানটির চেন্নাইয়ে কিছু সময়ের জন্য থেমে সেখান থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার কথা ছিল। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ।



মন্তব্য চালু নেই