ভারতে চিকিৎসা পর্যটকদের ৫১ ভাগ বাংলাদেশি

চিকিৎসাগত কারণে ২০১৫ সালে দুই লাখের বেশি মানুষ ভারতে গিয়েছেন। তাদের মধ্যে শতকরা ৫১ জন বাংলাদেশি।

ভারতে চিকিৎসা পর্যটক ভিসায় ২০১৫ সালে বাংলাদেশ থেকে ১২৩৮৮ জন, আফগানিস্তান থেকে ২৭৫০৫ জন, ইরাক থেকে ১১৩৭৮ জন, নাইজেরিয়া থেকে ১০৬৪২ জন, ওমান থেকে ৮৩০৮, যুক্তরাষ্ট্র থেকে ৬১৫ জন, যুক্তরাজ্য থেকে ৬০৯ জন, ফ্রান্স থেকে ৫৬ জন, জার্মানি থেকে ৫২ জন এবং জাপান থেকে ১১ জন সফরে যান।

উন্নত দেশগুলো থেকে ভারতে আসা চিকিৎসা পর্যটকের সংখ্যা ‍খুব কম। তবে চিকিৎসা পর্যটকদের অধিকাংশ আসেন দরিদ্র দেশগুলো থেকে। এদের মধ্যে একটি প্রধান অংশ আসেন আফগানিস্তান, নাইজেরিয়া ও ইরাক থেকে।

গত তিন বছরে চিকিৎসা ভিসা উত্তোরত্তর বৃদ্ধি পেয়েছে। ২০১৩ সালে এর হার ছিল ৫৭%, ২০১৪ সালে ৫৪% এবং ২০১৫ সালে ৫৭%।



মন্তব্য চালু নেই