ভারতে জয়ললিতা ও মমতার ইফতার সামগ্রী বিতরণ

ভারতের পশ্চিমবঙ্গে ‌তৃণমূল নেত্রী নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তামিলনাড়ুরবাসীর শ্রদ্ধারশীল ছয় ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়ারাম দু জনই প্রত্যেকের অঞ্চলে ব্যাপক জনপ্রিয়।

জনপ্রিয় এ দুই নেত্রী নিজেদের জনপ্রিয়তাকে আরো পাক-পোক্ত করতে ইতোমধ্যে মুসলমানদের ইবাদাত-বন্দেগির মাস পবিত্র রমজানে গ্রহণ করেছেন কার্যকরী পদক্ষেপ। এ পদক্ষেপের মধ্যে রয়েছে- তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তাঁর এলাকায় রমজান উপলক্ষ্যে বিনামূল্যে চাল বিতরণ করবেন। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুলভ মূল্যে সরবরাহ করবেন চাল, ময়দা, খেজুর, ছোলা ও চিনি।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে খাদ্যমন্ত্রী জ্যেতিপ্রিয় মল্লিককে খাদ্য সামগ্রী সংগ্রহের নির্দেশ দিয়ে দিয়েছেন। তৃণমূল নেত্রীর এ উদ্যোগে পশ্চিমবঙ্গের মুসলমানরা তাঁর প্রতি সন্তুষ্ট। রমজান উপলক্ষ্যে মমতা ব্যানার্জির এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

অন্যদিকে পবিত্র রমজান মাসজুড়ে তামিলনাড়ু রাজ্যের মসজিদগুলোতে বিনামূল্যে চাল সরবরাহের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জয়ললিতা। এক বিবৃতিতে তিনি রাজ্যের ৩ হাজার মসজিদে রমজান মাসে ৪৬ হাজার টন চাল বিনামূল্যে সরবরাহের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, ‘আমাদের গৃহীত প্রকল্প প্রথম থেকেই মুসলিম সম্প্রদায় সাদরে গ্রহণ করেছে। তাই এ বছরও চাল বিতরণ অব্যাহত থাকবে। যার নির্দেশ আমি দিয়েছি।’ এ প্রকল্পে সরকারের খরচ হবে প্রায় সোয়া দুই কোটি টাকা।

মুখ্যমন্ত্রী জয়ললিতা ২০০১ সালেও মসজিদে মসজিদে বিনামূল্যে চাল বিতরণ করেছিলেন। সামাজিক সাম্য ও সম্প্রীতি স্থাপনে এ এক বিরল দৃষ্টান্ত।



মন্তব্য চালু নেই