ভারতে তালাক প্রথা মিটল না, পাকিস্তানে পাশ হয়ে গেল হিন্দু বিবাহ বিল

পাকিস্তানে শীঘ্রই লাগু হবে নতুন হিন্দু বিবাহ আইন। বৃহস্পতিবার পাকিস্তান পার্লামেন্টে পাশ হয়েছে হিন্দু বিবাহ বিল। এ নিয়ে দু’বার পাক পার্লামেন্ট এই বিল পাশ করল। এর আগে গত বছরের সেপ্টেম্বরে এই বিল পাশ হয়ে যায়। এর পরে কিছু সংশোধনী আনা হয়। সেই বিলও পাশ হয়ে গেল। এ বার তা পাক প্রেসিডন্টের সাক্ষর পেয়েই গেলেই চালু হয়ে যাবে নতুন আইন।

পাক দৈনিক ডন জানিয়েছে, এতদিন হিন্দু বিবাহের ক্ষেত্রে কোনও নথি তৈরি হত না। মুসলমান বিবাহের ক্ষেত্রে মৌলবির দেওয়া ‘নিকানামা’ বাধ্যতামূলক। এ বার একই ভাবে হিন্দু পণ্ডিতকে একটি ‘শাদি পরত’ দিতে হবে। সেটিই হবে বিবাহের প্রমাণ পত্র। ওই প্রমাণ পত্রে পাত্র এবং পাত্রীর যাবতীয় পরিচয়, ঠিকানা ইত্যাদি দিতে হবে।

পাকিস্তানে হিন্দু মহিলাদের স্বার্থ রক্ষার জন্য এই নয়া আইন প্রনয়ণ করতে চায় শরিফ সরকার। একই ভাবে ভারতেও তালাক প্রথা রদে উদ্যোগ নিতে বলেছে সুপ্রিম কোর্ট। নরেন্দ্র মোদী সরকারও পদক্ষেপ করেছে। কিন্তু নানা বিতর্কের জেরে এখনও আইন বদলের পথে এগনো যায়নি। আগামী দিনে হবে কি?



মন্তব্য চালু নেই