ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১৯

ভারতের বারানশিতে এক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। বারানশির রাজঘাট সেতুর কাছে এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ৫০ জন। শনিবার সকালে বারানশিতে একটি ধর্মীয় প্রবচন সভা চলাকালীন ওই পদদলনের ঘটনা ঘটেছে।

টাইম অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় ধর্মীয় নেতা জয় গুরুদেবের কয়েক হাজার ভক্ত সমবেত হয়েছিলেন। এ সময় অতিরিক্ত ভিড়ের কারণে বেশ কয়েকজন নিচে পড়ে যায়। পরে পদদলিত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছে।

পুলিশ বলছে, গুরুদেবের ভক্তরা বারানশিতে গঙ্গা নদীর তীরবর্তী দর্মি গ্রামে দুই দিনব্যাপি এক অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় ওই দুর্ঘটনা ঘটেছে।

চান্দউলি জেলা ম্যাজিস্ট্রেট কুমার প্রশান্ত এনএনআইকে বলেন, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। এদিকে, দুর্ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদেরকে ৫০ হাজার রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন।

এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের ওই পদদলনের ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক টুইট বার্তায় মোদি নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। একই সঙ্গে কর্মকর্তাদেরকে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।



মন্তব্য চালু নেই