ভারতে বিস্ফোরণে নিহত ৬

ভারতের উত্তর প্রদেশে বৃহস্পতিবার বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ। এদের মধ্যে অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক। প্রদেশের অবরা শহরে খনিতে ব্যবহারের জন্য বিস্ফোরক দ্রব্য একটি কক্ষে রাখা হয়েছিল। সেখানেই ওই দ্রব্যগুলো বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে।

সনভাদ্র জেলার রাসপ্রিহারি খনি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আহতদেরকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অনেকের অবস্থা জটিল হতে শুরু করেছে।

তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তুপের নিচে আরো অনেকেই আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

এর আগে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় একই ধরনের বিস্ফোরণের ঘটনায় ৮৮ জনের মৃত্যু হয়েছিল।

সেসময় খনিতে ব্যবহৃত কিছু বিস্ফোরক দ্রব্য পেটলাওয়াড শহরের একটি বাড়িতে রাখা হয়েছিল। ওই বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ হওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই