ভারতে মুমিনুল-সৌম্য-তাসকিনদের মিশন শুরু বুধবার

ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দলের ময়দানী লড়াই শুরু হচ্ছে বুধবার। এদিন ভারত ‘এ’ দলের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামছেন মুমিনুল হক, নাসির হোসেন, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদসহ বাংলাদেশ জাতীয় দলের একঝাঁক তারকা।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় বেঙ্গালুরুতে মুখোমুখি হবে এই ২ দল।

ভারত সফর সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দল সোমবার সকালে বেঙ্গালুরুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিল। ভিসা জটিলতার কারণে কয়েকঘন্টা সোমবার রাতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন কোচ ও ফিজিও।

প্রথম ওয়ানডে সামনে রেখে মঙ্গলবার বেঙ্গালুরুতে অনুশীলন করেই দিন কাটিয়েছে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। কোচ হিথ স্ট্রিক ১৫ ক্রিকেটারকে কঠোর অনুশীলন করিয়েছেন এদিন। একদিন অনুশীলন করেই মাঠের লড়াইয়ে নামতে হচ্ছে মুমিনুল-নাসিরদের।

A team Match Preciew (Inner02)

দেশ ছাড়ার আগে দলের অধিনায়ক মুমিনুল হক ও কোচ হিথ স্ট্রিক সিরিজে প্রতিটি ম্যাচ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছিলেন। এ প্রসঙ্গে মুমিনুল বলেছিলেন, ‘ভাল ক্রিকেট খেলতে পারলে অবশ্যই সিরিজ জিততে পারব। আমাদের মূল লক্ষ্য থাকবে খেলা উপভোগ করা, খেলায় নিজেদের পারফরম্যান্সের উন্নতি করা। আমরা সবাই চাই সবগুলো ম্যাচ জিততে।’

মুমিনুলের মতো একই সুরে কথা বলেছেন ‘এ’ দলের কোচ হয়ে ভারত সফরে যাওয়া হিথ স্ট্রিকও। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমরা সব ম্যাচ জিততে চাই, জয়ের চেষ্টা করতে চাই। এটাই আমাদের লক্ষ্য। কোনো দলই হারতে পছন্দ করে না। আমরাও তার ব্যতিক্রম নই।’

এই সফরে ওয়ানডে ম্যাচগুলো ছাড়াও একটি ৩ দিনের ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ থাকছে ভারত ‘এ’ দল। অপর ৩ দিনের ম্যাচটিতে বাংলাদেশ ‘এ’ দল মোকাবেলা করবে সম্প্রতি রঞ্জি ট্রফির শিরোপাজয়ী কর্ণাটক দলকে।

A team Match Preciew (Inner01

সিরিজের পরের দুটি ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে ১৮ ও ২০ সেপ্টেম্বর। এরপর ২২ সেপ্টেম্বর শুরু হবে প্রথম ৩ দিনের ম্যাচ, মাইসোরে। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কর্নাটক। আগামী ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হবে দ্বিতীয় ও শেষ ৩ দিনের ম্যাচটি; ভারত ‘এ’ দলের বিপক্ষে।

বাংলাদেশ ‘এ’ দল : মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক) এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলাইন সজিব, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও শুভাগত হোম চৌধুরী।

ওয়ানডে ভারত ‘এ’ দল : উন্মুখ চান্দঁ (অধিনায়ক), মানাক আগারওয়াল, মানিশ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সানজু স্যামসন, করুণ নায়ার, কুলদ্বীপ যাদব, জয়ন্ত যাদব, কর্ণ শর্মা, রিশি ধাওয়ান, এস অরবিন্দ, ধাওয়াল কুলকার্নি, রুশ কালারিয়া, গুরকিরাত সিং মান।



মন্তব্য চালু নেই