ভারতে সন্তানের পিতৃ পরিচয় না থাকলেও চলবে

অবিবাহিত মা-ই সন্তানের অভিভাবক৷ পাসপোর্টেও লাগবে না বাবার পরিচয়৷ স্কুলে ভর্তি হতে গেলে বাবার পরিচয় দেওয়া আর বাধ্যতামূলক নয়৷ মায়ের পরিচয়ই যথেষ্ট৷ সোমবার সকালে এমনই যুগান্তকারী রায় দিল ভারতীয় সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত জানিয়েছে, অভিভাবকত্বের দাবি জানানোর সময় অবিবাহিত মা সন্তানের বাবার নাম প্রকাশ না করতেও পারেন৷

সন্তানের অভিভাবকত্ব চেয়ে দিল্লি হাই কোর্টে মামলা একটি হয়েছিল৷ দিল্লি হাই কোর্ট রায়ে জানিয়েছিল, বাবার অনুমতি ছাড়া সন্তানের মা অভিভাবক হতে পারেন না৷ নিম্ন্ আদালত ও দিল্লি হাই কোর্টের সেই রায়কেই এদিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ বিচারপতি বিক্রমজিত্‍ সেনের নেতৃত্বাধীন বেঞ্চ এদিন রায় ঘোষণা করে জানিয়েছে, অভিভাবকত্বের প্রশ্নে শিশুর কল্যাণের দিকটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে৷ একইসঙ্গে যদি কোনও অবিবাহিত মা তাঁর সন্তানের পিতার নাম গোপন করতে চান তা হলে আদালতের বিষয়টিতে জোর করা উচিত নয়৷

সন্তানের অভিভাবকত্বের দাবি জানিয়ে মামলা করেছিলেন এক অবিবাহিত মা৷ নিম্ন্ আদালত ও দিল্লি হাইকোর্ট সেই মামলার রায়ে জানিয়েছিল, অবিবাহিত যুগলের সন্তানের ক্ষেত্রে বাবার সম্মতি নিয়ে তবেই ঠিক হবে কে অভিভাবকত্ব করবেন৷ এরপর দিল্লি হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ওই অবিবাহিত মহিলা৷ তারই শুনানিতে এদিন ঐতিহাসিক রায় দিল শীর্ষ আদালত৷ এই রায়ে অবিবাহিত যুগলের সন্তানের ক্ষেত্রে মায়ের অভিভাবকত্বকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে৷

একইসঙ্গে অবিবাহিত মা চাইলে সন্তানকে স্কুলে ভর্তির সময় পিতৃপরিচয় নাও দিতে পারেন বলে জানিয়েছে আদালত৷ সন্তানের পাসপোর্টেও বাবার পরিচয়ের প্রয়োজন নেই৷ এমন এক রায়কে যুগান্তকারী রায় বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ এই রায়ের ফলে আর স্কুলের ফর্মে বাবার নাম লেখা নিয়ে অসুবিধায় পড়তে হবে না অমরাবতীর৷ অমরাবতীর মা চিত্রশিল্পী এলিনা বণিক৷ কলকাতার প্রথম ‘সিঙ্গল মাদার’৷

বছর দেড়েক আগে অগ্নিস্নাতর জন্ম দিয়েছেন চিত্র পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী৷ তাঁকেও বহু কাঠখড় পোড়াতে হয়েছিল৷ ‘সিঙ্গল মাদার’ বা একাকী মা শব্দটি ক্রমশ ঢুকে পড়ছে সমাজের অভিধানে৷ বিয়ে নামক সামাজিক প্রতিষ্ঠানের অংশ না হয়েও গর্ভে সন্তান ধারণ করার সংখ্যাটা লাফিয়ে বাড়ছে শহরে৷ সেইসব মায়ের আইনি জটিলতা থেকে মুক্তি দিল সুপ্রিম কোর্টের এই রায়৷ বিবাহ বিচ্ছিন্না মহিলাদের সন্তানের স্কুলে ভর্তি থেকে শুরু করে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে বাবার নাম নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল৷ এবার সেই সমস্যা দূর হল৷



মন্তব্য চালু নেই