ভারত থেকে আমদানী করা ২য় চালানে ২০টি ট্রেন বগি এসে পৌছেছে

শামীম রেজা, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: দামুড়হুদার দর্শনা আন্তর্জাতিক রেল ষ্টেশনে ভারতীয় ২০ টি বগির ২য় চালান এসে পৌছেছে। কাষ্টমস কর পরিশোধ শেষে বগিগুলো রাজশাহী নেওয়ার কথা রয়েছে।

দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ষ্টেশন সুপারিনটেনডেন মাষ্টার মীর মোঃ লিয়াকত আলী জানান, সোমবার দুপুর ১ টার দিকে ভারতীয় ১০০ টি আমদানী করা রেলবগির মধ্যে ২০ টি বগির ২য় চালান এসি ৯ টি ননএসি ৮ টি পাওয়রকার ৩ টি বগি দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ষ্টেশনে এসে পৌছিয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পস্চিম জোনের প্রধান শেখ হাসানুজ্জামান ( ডি এম ই পাকশি ) কাছে ভারতীয় রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর এনটাটেঞ্জ বাংলাদেশ পার্থ ব্যানার্জি ও অশোক বিশ্বাস ভারতীয় ২০ টি বগি বুঝিয়ে দেন। এর আগে ২২ মার্চ প্রথম চালানে ২০ টি বগি এসেছে।

আর বাকি ৬০ টি বগি দর্শনা আন্তর্জাতিক রেলষ্টেশন এর মাধ্যমে পর্যায়ক্রমে আসবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দর্শনা কাস্টম ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ব্রডগেজ লাইনের এই কোচগুলো বিকেলেই সৈয়দপুরের উদ্দেশে পাঠানো হয়।



মন্তব্য চালু নেই