ভারত থেকে বানের স্রোতে বাংলাদেশে ভেসে এসেছে হাতি

রাজীবপুর (কুড়িগ্রাম): রৌমারীতে ব্রহ্মপুত্র নদের খেরুয়ার চরে আট্কা পড়েছে ভারতীয় এক বুনো হাতি। ভারতের শিশুমারা এলাকা থেকে বানের তীব্র স্রোতে ভেসে এসে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। দুদিন ধরে ব্রহ্মপুত্র নদে ভাসার পর বুধবার আটকা পড়ে চরবাগুয়ার চরে। অসহায় হয়ে পড়া বুনো হাতিটি উদ্ধারে এখনও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

তবে রৌমারী, রাজীবপুর ও চিলমারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ঢাকা সাফারি পার্ক ও বন্যপ্রাণি সংরক্ষণ রাজশাহীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে রওনা দিয়েছে। হাতিটি দেখার পর সব ধরণের পদক্ষেপ নেবেন তারা।

তবে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা হাতিটি উদ্ধার করার পরে ফেরত দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

এদিকে, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন তালুকদার জানান, কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর রাজশাহী প্রাণিসংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা রৌমারীতে আসছেন বলে জানতে পেরেছি।

স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, হাতিটা কি উদ্ধার করে ভারতে পাঠানো হবে? নাকি বাংলাদেশেই রেখে দেয়া হবে?

উল্লেখ্য, ২৮ জুন ভোরে আন্তর্জাতিক মেইন পিলার নং ১০৫২ এর কাছ দিয়ে বানের পানিতে ভেসে আসে হাতিটি। পরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চরবাগুয়ার চর নামক স্থানে আটকা পড়ার পর জানাজানি হয়।



মন্তব্য চালু নেই