ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প

ভারতের উত্তরাঞ্চলে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে শনিবার ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মধ্যরাত ১২টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনেছিল বলে জানিয়েছে এনডিটিভি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ২০৩ দশমিক ৫ কিলোমিটার। এর উপকেন্দ্র ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২শ ৮০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে।

পেশোয়ার, লাহোর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং আফগানিস্তানের রাজধানী কাবুলেও ভূমিকম্প অনুভূত হয়েছিল।
ভূমিকম্পে আফগানিস্তানে তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

অপরদিকে ভারতের চান্দিগর, শ্রীনগর, জয়পুর, দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। দিল্লির পুলিশ জানিয়েছে, তাদের কাছে সাহায্যের জন্য কোনো ফোন আসেনি। তাছাড়া কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের রিপোর্টও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।



মন্তব্য চালু নেই