ভারত সফরে দলে নেই মোস্তাফিজ

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আইপিএল দিয়ে ভারত মাতিয়েছিলেন গত বছর। কিন্তু এবার যখন বাংলাদেশ দল একমাত্র টেস্ট খেলতে ভারত সফরে যাচ্ছে তখন টাইগারদের ১৫ সদস্যের দলেই নেই ‘দ্য ফিজ’! বুধবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের নির্বাচক মণ্ডলী ভারত সফরের টেস্টের জন্য দল ঘোষণা করেছেন। মুস্তাফিজের পাশাপাশি নেই পেসার রুবেল হোসেনও। ফার্স্ট ক্লাসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে জাতীয় দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস। নুরুল হাসান তাই দলে নেই।

এই প্রথম ভারেত সফরে যাচ্ছে বাংলাদেশ দল। অবশ্য এটি মাত্র এক টেস্টের সফর। ৯ ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তাদের মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নামবে টাইগাররা।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শুভাশিস রায় চৌধুরী, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম।



মন্তব্য চালু নেই