ভালবাসা দিবসে যখন শাস্তির আগমন! (ভিডিও)

আজ বিশ্ব ভালবাসা দিবস। সারা বিশ্বের প্রায় সকল দেশে নানা আয়োজনের মাধ্যমে পালন করা হচ্ছে। এই ভালবাসা দিবসের পেছনে রয়েছে ইতিহাস।

২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইনস নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার – অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনসের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন।

সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেইটাইনস স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইনস দিবস ঘোষণা করেন।

আজ হাজার হাজার প্রেমিক যুগল নিজেদের ভালবাসার প্রকাশ করছেন। কিন্তু সেই প্রকাশের মাঝে দেখা দিল বিপত্তি। ভালবাসা প্রকাশ করতে যেয়ে শাস্তির কবলে পড়লেন তারা।

একটি ভিডিওতে দেখা যায়, দুই প্রেমিক যুগলকে অনেক মানুষের সামনে কান ধরে উঠাবসা করানো হচ্ছে। কিন্তু ঘটনাটি কোথায় ঘটেছে এবং তাদের পরিচয় কি, জানা যায় নি।

ভিডিওটি দেখার জন্য এখানে ক্লিক করুন…



মন্তব্য চালু নেই