‘ভালোবাসার’ সোলার প্যানেল

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব নিয়ে সারাবিশ্বই এখন ‍উদ্বিগ্ন। কার্বন নিঃসরণ ঠেকাতে চলছে জোর প্রচেষ্টা। অতিরিক্ত কার্বন নিঃসরণ ঠেকাতে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প পদ্ধতি হিসেবে অনেকেই আশ্রয় নিচ্ছে সোলার প্যানেলের। তবে বিভিন্ন আকৃতির সোলার প্যানেল দেখা গেলেও এটি যখন বিশ্বকে ভালোবাসা প্রদর্শনের প্রশ্ন তখন হার্ট বা হৃদয় আকৃতির চেয়ে আর ভালো আকৃতি কীইবা হতে পারে? আর সে কথাটি মাথায় রেখেই হয়তো পরিবেশের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে ‘হার্ট আকৃতির’ সোলার প্যানেল তৈরি করছে ফ্রান্সের একটি পানীয় কোম্পানি।

এই সোলার প্যানেলের নাম দেয়া হয়েছে ‘হার্ট অফ নিউ ক্যালেডোনিয়া।’ দক্ষিণ প্যাসিফিকের একটি ফ্রেঞ্চ দ্বীপে এটি তৈরি করার জন্য কনের্গি অস্ট্রেলিয়ার সঙ্গে একটি চুক্তি করেছে কোম্পানিটি।

Heart-Shaped-Mangrove-Voh-New-Caledonia

 

এরকম আকৃতির সোলার প্যানেলের ধারণা এসেছে মূলত প্রাকৃতিক নিদর্শন ‘কোর দো ভো’ বা ভো’য়ের হৃদয় নামক একটি ম্যানগ্রোভ বন থেকে।

সোলার প্যানেলটি তৈরি হয়ে গেলে এ ৭৫০টি বাড়িকে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে এবং ২৫ বছরের মেয়াদসীমায় ২০ লাখ টন কার্বন নিঃসরণ কমাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই