বাংলাদেশে এসেই বাংলায় টুইট মোদির

‘ভালোবাসা নিয়ে এসেছি’

বাংলাদেশে এসেই টুইট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই টুইট করেন তিনি।

তিনি তার টুইটে লেখেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আমি একটি সুন্দর সফর আশা করছি, যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করবে।’

নরেন্দ্র মোদি ‘এয়ার ইন্ডিয়া-ওয়ান’ ফ্লাইটে সকাল ১০টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছান। এর পর তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। আর মোদি টুইট করেন ১০টা ৫৩ মিনিটে।

এর একটু আগেই নরেন্দ্র মোদি আরেক টুইটে লেখেন- ‘বাংলাদেশ, আমি আমার সাথে ভারতের মানুষের ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে এসেছি।’

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে রোববার রাতে নিজের দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত ব্যস্ত কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির।

এদিকে, মোদির সফরের এক দিন আগে ঢাকায় পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাত ৮টা ৩১ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।



মন্তব্য চালু নেই