ভাসানীর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদলের মারামারি

মওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে টাঙ্গাইল জেলা বিএনপির আলোচনা সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

এরই অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজন করে ভাসানী স্মরণে আলোচনা সভার। সভাস্থলে বেলা ১২ টায় ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আলোচনা সভাস্থলে বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সামছুজ্জামান দুদু, সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সদস্য লুৎফর রহমান মতিন। এ ছাড়াও সভায় জেলা বিএনপিসহ এর বিভিন্ন অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই সর্বস্তরের মানুষের ঢল নামে চির নিদ্রায় শায়িত সন্তোষের তার মাজার প্রাঙ্গনে। ফুলে ফুলে ছেয়ে যায় উপমহাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের আপোষহীন এই নেতার মাজারস্থল।



মন্তব্য চালু নেই