ভিসা ছাড়া পাকিস্তান প্রবেশে মোদির বিরুদ্ধে তদন্তের দাবি! (ভিডিও)

শুক্রবার কাবুল থেকে ফেরার পথে হঠাৎই লাহোরে অবতরণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান। বলা হচ্ছে, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই মোদির এ আকষ্মিক লাহোরে অবতরণ।

চিরবৈরী একটি দেশের নেতার প্রতি এমন সৌহার্দ্যপূর্ণ মানসিকতায় মোদির প্রসংশা হচ্ছে সর্বত্র। এমনকি পাকিস্তানিরাও এ সফরে চমকিত ও খুশি।

তবে সবাই খুশি হলেও মোদির সফরে বিষ্ময়ে হতবাক এক পাক সাংবাদিক। মোদির কাছে পাকিস্তানের ভিসা নেই। তার ১২০ জন সফর সঙ্গীর কারো কাছেই পাকিস্তানি ভিসা নেই। ভিসা ছাড়া মোদি ও তার ১২০ জন সফরসঙ্গী কীভাবে পাকিস্তানে অবতরণ করলেন? এ সাংবাদিকের বিষ্ময় মূলত এখানেই। শুধু বিষ্ময় প্রকাশ করেই থামেননি এ সাংবাদিক, এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি।

 

নিউজ ৪২-এর ওই প্রতিবেদক তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন, এই প্রথম পাকিস্তানে কোনো ভিসা ছাড়াই ১২০ জন লোক ঢুকল। তওবা, তওবা, এটা কীভাবে হলো? এটা একটা অপরাধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে ওই টেলিভিশন রিপোর্টার দেশটির প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।

ভিডিও:



মন্তব্য চালু নেই