ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষকদের অনশন বুধবার

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে বুধবার অনশন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষকরা।

এছাড়া বৃহস্পতিবার শিক্ষকরা কর্মবিরতি পালন করার ঘোষণা দেন।

সোমবার শোক শোভাযাত্রা করার পর “মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের” আহ্বায়ক সৈয়দ সামসুল আলম এই কর্মসূচি ঘোষণা করেন।

৩০ আগস্ট উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার অপসারণের দাবিতে আন্দোলনে নামে “মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের” শিক্ষকরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ‍ওপর হামলা চালায়।

ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় অধ্যাপক সৈয়দ সামসুল ইসলাম, অধ্যাপক ইয়াসমিন হক, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস, বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গণি, অধ্যাপক এ ন ক সমাদ্দার, মোস্তফা কামাল মাসুদ ও সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দিন আহত হন।

এ ঘটনার ছাত্রলীগের তিন কর্মীকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের চার কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে।



মন্তব্য চালু নেই