ভুরুঙ্গামারীতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা প্রদান করে।

কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী জানান, উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লা বেকারীকে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদ তারিখ উল্লেখ না করার অপরাধে ২০ হাজার টাকা, বাজার রোডে অবস্থিত রিফাত ফার্মেসীকে মেয়াদোতীর্ন ঔষধ বিক্রির অপরাধে ২ হাজার টাকা এবং মায়া স্টোরকে মেয়াদোতীর্ন পণ্য বিক্রির অপরাধে ২ হাজার টাকাসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার মনিটরিংকালে জেলা মার্কেটিং অফিসার নাসির উদ্দিন ও ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অংশ্রহন করে।



মন্তব্য চালু নেই