ভুল চিকিৎসার দিন শেষ, এবার মোবাইল বলে দেবে প্রেসক্রিপশন ঠিক কিনা!

চিকিৎসা বিভ্রাটের শিকার হন বহু মানুষ। এবার সেই দিন শেষ হতে চলেছে। স্মার্টফোনের অ্যাপ সাহায্য করবে চিকিৎসক ও রোগীদের।

রোগীকে পরীক্ষা করে মুহূর্তের মধ্যে চিকিৎসকরা প্রেসক্রিপশন লিখে দেন। কিন্তু অনেক সময়েই তাতে ভুল থেকে যায়। আর তা থেকে মারাত্মক ক্ষতি হয়ে যায়। এবার ভারতীয় চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটাতে এসে গেল এমনই এক অ্যাপ যা বলে দেবে কোন রোগীকে কোন ওষুধ দেওয়া উচিত।

RapidRx নামের ওই অ্যাপটি তৈরি করা হয়েছে ভারতের বাজারে চলা ওষুধের উপরে ভিত্তি করেই। এর মধ্যে রয়েছে ২৬ হাজার ৮০০ লাইসেন্সড ওষুধের ডাটা।

বুধবার সেই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে বাজারে এসেছে। ব্র্যান্ডেড ওষুধের সঙ্গে জেনেরিক ওষুধও আছে ডাটাবেসের মধ্যে। শুধু কোন রোগীকে কোন ওষুধ

দেওয়া উচিত সেটাই নয়, কোন ওষুধ কতটা পরিমাণে দেওয়া দরকার সেটাও বলে দেবে অ্যাপ।

গুগ‌্ল প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড করা যাচ্ছে অ্যাপটি।



মন্তব্য চালু নেই