ভুল ব্যক্তির মাথা ফাটালো ছাত্রদলের পদধারীরা

ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পদধারী ও পদবঞ্চিত-বিদ্রোহীদের পাল্টাপাল্টি অবস্থানে সৃষ্ট উত্তেজনা থামছে না। বৃহস্পতিবারও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিকেলে সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত না হলেও পদবঞ্চিত পক্ষের বিক্ষোভকারী সন্দেহে এক যুবককে মারধর করেছে পদধারী নেতা এবং তাদের সমর্থিত কর্মীরা। এতে তার মাথা থেতলে গেছে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, ওই যুবক সাধারণ পথচারী। তিনি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন।

রোববার রাতে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সোমবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে চতুর্থ তলায় ছাত্রদলের অফিস পুড়িয়ে দেয় পদবঞ্চিত-বিদ্রোহীরা। সে সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে রাখা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ম্যুরালও ভাঙচুর করে তারা।

ওই ঘটনার পর মঙ্গলবার, বুধবার এবং সর্বশেষ বৃহস্পতিবার দিনব্যাপী কার্যালয় পাহারা দেওয়ার জন্য সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই