ভূতের বাবার নাকি শ্রাদ্ধ হয়, কিন্তু ভূতের বিয়ে!

বিয়ে নিয়ে কতো মত গল্প যে আছে আমাদের আশপাশে। তবে সেটা মানুষের বিয়ে। কিন্তু ভূতের বিয়ের কথা শুনেছেন কি কেউ? কথায় বলে, পয়সা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়। ভূতের সাথে মানুষের বা ভূতের সাথে ভূতেরও কী আবার বিয়ে হয় নাকি? সূত্র: আবাং

অবাক লাগলেও ঘটনা কিন্তু বাস্তবের। চীনে এরকমই এক প্রথা চলে আসছে হাজার বছর ধরে। মৃত্যুর পরের অনন্ত জীবন যেন একা একা কাটাতে না হয়, তার নিশ্চয়তা দিতেই নাকি এই বিয়ের আয়োজন! সেখানকার প্রচলিত বিশ্বাস হচ্ছে, কোনো ব্যক্তি যদি অবিবাহিত অবস্থায় মারা যায়, সেক্ষেত্রে তার আত্মা সবসময় অতৃপ্ত অবস্থায় থাকে এবং পরিবারের মানুষকে ক্রমাগত বিরক্ত করতে থাকে। এই অবস্থা থেকে মুক্তির উপায় হচ্ছে ভূতের বিয়ে আয়োজন করা।

এক্ষেত্রে বর বা কনেকে যে পরিচিত হতে হবে এমন কোনো কথা নেই। পরিচিত হতেও পারে, আবার নাও পারে, তবে দুজনকেই অবিবাহিত ও মৃত হতে হবে। এরপর যদি এমন মেয়ের সন্ধান পাওয়া যায় যে অবিবাহিত অবস্থায় মারা গেছে, তাহলে ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে সম্মতি নিয়ে আয়োজন করা হয় বিয়ে!



মন্তব্য চালু নেই