ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

আবার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬. দশিমক ৫। বৃহস্পতিবার ভোর ৫টা ৫৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

কম্পনের কেন্দ্রস্থল পশ্চিম সুমাত্রা থেকে ৪০ কিলোমিটার দূরে ভূগর্ভের ৭২ কিলোমিটার গভীরে। উৎসস্থল থেকে ৫৩১ কিলোমিটার দূরে সিঙ্গাপুরেও কম্পন অনুভূত হয়।

আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন লোকজন। বিশেষ ক্ষয়ক্ষতি না হলেও, দু’‌একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

বিপদের আশঙ্কা থাকায় বিপর্যয় মোকাবেলায় বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন।

চলতি বছরের মার্চ ও এপ্রিলেও দু’‌বার ভূমিকম্প হয়েছিল সুমাত্রায়। সেবার কম্পনের তীব্রতা ছিল যথাক্রমে ৭ দশমিক ৮ ও ৫ দশমিক ৯।



মন্তব্য চালু নেই