ভেঙে পড়ছে ট্রেনের সিডিউল

ঈদে এবার দীর্ঘ ছুটি হওয়ায় ঘরমুখো মানুষের তেমন ভিড় নেই ঢাকার কমলাপুর রেল স্টেশনে। তবে ভোরে সময়মত ট্রেন ছেড়ে গেলেও সকাল ৯টার পর সিডিউল বিপর্যয় হচ্ছে। সোমবার সকালের প্রতিটি ট্রেনই দেরিতে ছেড়েছে। ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখে দেয়।

জানা গেছে, সোমবার দেয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস সময় মত ছেড়ে গেলেও জামালপুরের সরিষাবাড়ীগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় সাড়ে ১০টায়। সিডিউল অনুযায়ী ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল পৌনে ১০টায়। অন্যদিকে, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস কমলাপুর স্টেশন থেকে সকাল ৮টা ১০মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১০টা পর্যন্তও স্টেশন ত্যাগ করতে পারেনি।

ক্ষোভ প্রকাশ করে অগ্নিবীনার যাত্রী ফাতেমা ইয়াসমিন বলেন, ‘কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে শুনছি ট্রেনগুলো নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে যাচ্ছে। কিন্তু এখন তা হচ্ছে না। দীর্ঘ অপেক্ষার ফলে বিরক্ত লাগছে।’

একতা এক্সপ্রেসের যাত্রী কাদের হোসেন বলেন, ‘দীর্ঘ এ ভ্রমণের শুরুতেই দেরিতে ছাড়ছে ট্রেন। জানি না কখন দিনাজপুর পৌঁছাতে পারবো। তবে এবার ভিড় কম থাকায় ভালো লাগছে।’

এদিকে, অন্যান্য ঈদের মত এবার কমলাপুরে তেমন ভিড় নেই। তবে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সবগুলো ট্রেনের ভিড় স্বাভাবিক থাকলেও এয়ারপোর্ট স্টেশনে তা কিছুটা বেড়ে যায়। এছাড়া এবার স্টেশনে ভিক্ষুক ও হকারদের উৎপাত অপেক্ষাকৃত কম। ফলে অনেকটা স্বস্তি বোধ করেই বাড়ি ফিরছেন যাত্রীরা।



মন্তব্য চালু নেই