ভেজাল তেল বিক্রি করলে লাইসেন্স বাতিল

ভেজাল জ্বালানি তেল বিক্রি রোধে আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান।

অভিযানে ভেজাল তেল বিক্রিতে অভিযুক্ত পেট্রোলপাম্পের লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি জরিমানাও করা হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ভেজাল জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের পেট্রোলপাম্পসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভেজাল জ্বালানি তেল বিক্রির অভিযোগ রয়েছে। দেশের ১২০০ পেট্রোলপাম্প ভেজাল তেল বিক্রয় করছে বলে আমরা ইতিমধ্যে প্রাথমিক তথ্য পেয়েছি। ভেজাল তেল বিক্রি রোধে আমরা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। এই অভিযান বৃহস্পতিবার থেকে শুরু হবে।’



মন্তব্য চালু নেই