ভোটকেন্দ্র দখল নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৭

পটুয়াখালী জেলার কুয়াকাটার পাঞ্জুপাড়া ভোটকেন্দ্র দখল নিয়ে আওয়ামী-লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে এ সংঘর্ষ হয়। আহতদের কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া কেন্দ্রে সকালে ভোট শুরুর পরেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করতে গেলে বিএনপি সমর্থিত প্রার্থীর লোকদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত সাত জন আহত হন। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ছাড়া, কলাপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের মোজাহাত উদ্দিন বিশ্বাস কলেজ কেন্দ্র, নেছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র ও মঙ্গলসুখ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিপুল হালদারের কর্মী ও সমর্থকরা।

তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।



মন্তব্য চালু নেই