ভোলার তেঁতুলিয়া নদীতে জেলে ট্রলারে জলদস্যুদের হামলা, আহত-৭

ভোলার তেঁতুলিয়া নদীতে জেলেদের একটি ট্রলারে দস্যুদের হামলার ঘটনা ঘটেছে। এতে ৭ জেলে আহত হয়েছেন।এ সময় দস্যুরা প্রায় মাছ ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।শনিবার (০৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে তেঁতুলিয়া নদীর পাতারচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ট্রলারের মাঝি হেলাল (৩২), মহিউদ্দিন (৩২), নুরে আলম (৪০), সিরাজ (২৫), সলেমান (৩৫), নোমান (৮) ও মহিউদ্দিন (২৮)।
ট্রলারের মাঝি হেলাল উদ্দিন জানান, দুপুরের দিকে ট্রলারে করে চরফ্যাশনের ঢালচর থেকে মাছ নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন জেলেরা। এ সময় তেঁতুলিয়া নদীর পাতারচর এলাকায় একদল দস্যু অতর্কিতে হামলা চালায়। তারা জেলেদের মারধর করে ২৫টি কোড়াল মাছ, ২ মণ ইলিশ ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায়। চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ডাকাতির ঘটনা পুলিশকে কেউ জানায়নি। তবে খোঁজ-খবর নিচ্ছেন তারা।



মন্তব্য চালু নেই