ভোলার দৌলতখানে কৃষকদের মাঝে বিনামূল্যে জিংক ধান বীজ বিতরন

ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ও দক্ষিন জয়নগর ইউনিয়নের ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরন করা হয়েছে।
হারবেস্ট প্লাস ও পিডিআই’র যৌথ আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলার জলিলিয়া দাখিল মাদ্রাসা কক্ষে এ বিতরনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ধান গবেষনা ইনস্টিটিউটের কর্মকর্তারা কৃষকদের প্রশিক্ষন দিয়ে ধান বীজের সুফল সর্ম্পকে অবহিত করেন। পরে কৃষকদের মাঝে বীজ বিতরন করা হয়।

এ সময় কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন। বোরহানউদ্দিন উপজেলঅ কৃষি কর্মকর্তা মোসা. মরিয়মের সভাপতিত্বে বীজ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বরিশাল ধান গভেষনা উনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: হোসেন, পিডিআই নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, দেওলতখান উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আবদুস সামি প্রমুখ। উল্লেখ্য, অন্যধানের তুলনায় খুব অল্প সময়ে এ ধান ঘরে তোলা যায়।

এছাড়াও রোগ প্রতিরোধ, শিশুদের জিংক ঘাটতি পূরনসহ মানবদেহের অত্যাবশ্যকয়ি পুষ্টি উপাদান হিসাবে জিংক সম্পৃদ্ধ চাল কাজ করে। এর চালে ১৯দশমিক ৬ মি:গ্রা: জিংক ও ৯ভাগ প্রোটিন রয়েছে।



মন্তব্য চালু নেই