ভোলার লালমোহনে মা ও শিশু কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ॥ খসে পড়েছে ছাদের পলেস্টার

ভোলার লালমোহন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ছাদের ঝুঁকিপূণ পলেস্টার খসে পড়েছে মেডিকেল অফিসারের রুমের। স্থানীয় সূত্র জানা যায়, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ছাদের বিশাল জায়গার পলেস্টার খসে পড়ে অফিস বন্ধের দিনে । এ ঘটনা দিনে অফিস চলাকালীন সময়ে ঘটলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মেডিকেল অফিসারসহ রোগীরাও আহত হতেন।
অন্যদিকে একই অবস্থা পরিবার কল্যাণ পরিদর্শিকার রুমের ছাদের ।
লালমোহনের সদরের একটি জনপ্রিয় চিকিৎসা কেন্দ্র মা ও শিশু কল্যাণ কেন্দ্র। গর্ভবতী মায়েদের সেবা, সন্তান ভুমিষ্ট , সব ধরনের চিকিৎসা সেবা এবং অপারেশনসহ এ কেন্দ্রে করা হয়ে থাকে। চিকিৎসা সেবা নিতে প্রতিদিনই ২৪ ঘন্টা রোগীরা আসেন এই কেন্দ্র। কিন্তু এই ভবনের ছাদ একেবারে ঝুঁকিপূর্ণ হওয়া বিভিন্ন স্থানে পূর্ব থেকেই ছাদে পলেস্টার খসে পড়ছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে এর দায়ীত্বে থাকা মা ও শিশু কল্যাণ কেন্দ্রর মেডিকেল অফিসার ডাঃ আফরোজা বেগম’র অফিস রুমের বিশাল জায়গা জুড়ে ছাদের পলেস্টার ধসে পড়ে। এসময় রুমে কেউ না থাকায় বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি। এছাড়া ভবনে থাকা পরিবার কল্যাণ পরিদর্শিকার রুম, স্টোর রুমের অনেক জায়গায় ছাদের পলেস্টার খসে পড়েছে । এসব রুমেও ঝুঁকি নিয়ে পরিবার কল্যাণ পরিদর্শিকারা অফিস করেন। জেলা সিভিল সার্জন , স্বাস্থ্য বিভিাগ এদিকে নজর না দিলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।



মন্তব্য চালু নেই