ভোলায় কাঁচা মরিচ ও খাসির গোস্তের দাম সমানে সমান

ভোলা প্রতিনিধি: ভোলায় কাঁচা মরিচ ও খাসির গোস্তের দাম সমানে সমান। ঈদের ১ দিন আগেও ভোলায় কাঁচা বাজারে প্রতি কেজি মরিচ ২০০ থেকে ২৫০ টাকা দামে বিক্রিয় হয়েছিল।

শনিবার(১৭সেপ্টেম্বর) দেশি কাঁচা মরিচের মূল্য ৪০০-৪৫০ টাকা, আর কালো (বারাইয়া) মরিচের কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রয় হতে দেখা যায়। কাঁচা মরিচের দাম নিয়ে বিপাকে পরেছে স্বল্প আয়ের সাধারন মানুষ। মরিচের দাম শুনে হতবাক ক্রেতরা।

ভোলা পৌর শহরের কাচামাল এক ব্যবসায়ী জানান, ঢাকা সাম বাজারেই মরিচ নাই, চাহিদা বেশী মরিচের জন্য বিকাশে টাকা পাঠিয়েছি ৫ হাজার টাকা। মরিচ না পেয়ে খরচ মেটানো অন্য মাল কিনে এনেছি।

আর এখন আমার দোকানে যেই কাঁচা মরিচ দেখেন এগুলো গ্রামের হাট বাজার থেকে দেশি কাঁচা মরিচ কেজি প্রতি ৩৫০ টাকা, আর কালে (বারাইয়াটা) ৪৫০-৫০০ টাকায় কিনে এনেছি। তা ছাড়া কাচাঁ মালে ঘারতি ও খরচ সহ কত পরেছে আর কত বেচবো। যে খায় খাবে এতো দাম দিয়ে আমাদের কিছু করার নাই।



মন্তব্য চালু নেই