ভোলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ভোলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রত কুমার সিকদারের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক মো: সেলিম রেজা।

এসময় আরো উপস্তিত ছিলেন ভোলা সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটে কমান্ডার শফিকুল ইসলাম ,সভায় সরকারি,বে-সরকারি বিভিন্ন স্থরের নেতৃবিন্দ উপস্তিত ছিলেন। আলোচনা সভায় বক্তরা বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে জনগনের জীবনমান কাংক্ষিত পর্যায়ে উন্নীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎপাদনশীলতাকে ‘জাতীয় আন্দোলন’ হিসেবে ঘোষণা করেছেন।

এসময় তারা আরো বলেন, শিল্প, কৃষি ও সেবাসহ সকল খাতে উৎপাদনশীলতা বাড়িয়ে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তোলাই এ আন্দোলনের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি পর্যায়ে পরিকল্পিতভাবে উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।

এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি ভোলা শহর প্রদক্ষিন করে।



মন্তব্য চালু নেই