ভোলায় ট্রলার চলাচল নিয়ে ২ গ্রুপে সংঘর্ষ আহত ১২॥ একটি ট্রলার আটক

ভোলার ইলিশার মেঘনা নদীতে দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ৭ নম্বর বিপদ জনক সংকেত উপেক্ষা করে ভোলা-লক্ষীপুর রুটে নিষিদ্ধ যাত্রীবাহি ট্রলার চলাচল নিয়ে ২ গ্রুপের মধ্যে বৃহস্পতিবার বিকালে দোরা খাল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আহত হয়েছে ১২ জন। এদের মধ্যে গুরুতরদেরকে রাতে ভোলা সদর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একটি ট্রলার আটক করেছে।

স্থানীয়রা জানিয়েছে, ঘুর্নিঝড় কোমেনের কারনে মেঘনায় ডেনজার জোনে লঞ্চ ফেরি সি ট্রাসহ যাত্রীবাহি ট্রলারসহ সকল প্রকার ছোট ছোট নৌযান চলাচল বন্ধ ঘোষনা করা হলেও কিছু অসাধু ট্র্রলার ব্যবসায়ী পুলিশের চোখ ফাঁকি দিয় তাদের ব্যবসা অব্যাহত রেখেছে। বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূির্নঝড় কোমেনের কারণে ভোলাসহ উপকূলীয় এলাকায় ৭নং সতর্ক সংকেত থাকা সত্যেও ভোলা ইলিশা ফেরিঘাট এলাকায় গতকাল বিকালে জাহাঙ্গীর গ্রুপ ও কালাম গ্রুপের মধ্যে ট্রলার চলাচল নিয়ে প্রথমে বাকবিতন্ডের দেখা দেয়। ওই সময় কালাম ট্রলারে যাত্রী উঠিয়ে লক্ষিপুর মজুচৌধুরীর ঘাটের উদ্দেশ্যে রওয়ানা করলে জাহাঙ্গীরের লোকজন এসে বাধা দেয়। ওই মুহুর্তে পুলিশ এসে তাদের উভয়কে ধাওয়া করে । কিন্তু পুলিশ যাবার পর আবার উভয় গ্রুপের লোকজনের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের অন্তত ১২জন আহত হয়। অহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। খবর পেয়ে ইলিশা ফাড়ির ইনচার্জ এসআই বশির উদ্দিন ইলিশা জোর খাল এলাকা থেকে একটি ট্রলার আটক করে।



মন্তব্য চালু নেই