ভোলায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার

রাজধানী ঢাকা ও রংপুরে দুর্বৃত্তদের গুলিতে দুই বিদেশি নাগরিক খুন হওয়ার ঘটনায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা গ্রামে ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃষ্ণ রায় এর কাছে জানতে চাইলে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে মঙ্গলবার থেকে বোরহানউদ্দিনের কুতুবা গ্রামে স্থাপিত ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মরত বিদেশিদের নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রে জাপানি এবং কোরিয়ার শতাধিক কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে বিদ্যুৎ প্লান্ট একাজ করছে।তাদের নিরাপত্তার কোন সমস্যা যাতে না হয় তাই আমরা সব সময়ে জন্য তাদের নিরাপত্তায় নিয়োজিত আছি।



মন্তব্য চালু নেই