ভোলায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

“দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরবে দেশ” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় বৃক্ষ রোপন অভিযান ও ৭দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। বৈরী আবহওয়া উপেক্ষা করে উপকূলীয় বন বিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক এর কার্যলয় থেকে বনার্ঢ্য একটি র‌্যালি বেড় হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার বৃক্ষ মেলার মাঠে গিয়ে শেষ হয়।

এসময় ৭দিন ব্যাপি মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: মনোয়ার হোসেন । মেলার উদ্বোধন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মোট আয়োতনের ২৫ শতাংশ কৃষি জমি থাকার কথা থাকলেও আমাদের রয়েছে মাত্র ১২ শতাংশ, সরকার এটাকে বাড়ানোর জন্য কাজ করছে। তাই আমাদের সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে।

আলোচনা সভা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবছর বৃক্ষ মেলায় ৩০ স্টল অংশ নেয়। আগামী ১ আগস্ট মেলা শেষ হবে বলে জানান আয়োজকরা।



মন্তব্য চালু নেই