ভোলা পৌরসভার উন্নয়নে ৩টি প্রকল্পের জন্য ২৫কোটি টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ব ব্যাংক

ভোলা পৌরসভার উন্নয়নে ৩টি প্রকল্পের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ মিউনিসিপল ডেভলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)।
মঙ্গলবার রাজধানী ঢাকার মিরপুরের বিএমডিএফ কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ভোলা পৌর সভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু জানান, বিএমডিএফ এর বরাদ্দকৃত টাকা ভোলা শহরের কাঁচাবাজারের দীর্ঘ দিনের সমস্যা সমাধানে আলোচিত কিচেন মার্কেট নির্মাণ,শহরের সৌন্দর্য বৃদ্ধি, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ৩টি প্রকল্পে এ বরাদ্দ দেয়া হয়।
প্রকল্প বাস্তবায়নে ১০ ভাগ টাকা বহন করবে ভোলা পৌরসভার আর বাকী ৯০ভাগ টাকা বহন করবে বিএমডিএফ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে

বিএমডিএফ’র পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সাবেক সচিব কেএম নুরুল হুদা ও ভোলা পৌরসভার পক্ষে মেয়র আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামানের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন ভোলা পৌর সভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু।

পৌর মেয়র মনিরুজ্জামান জানান, এতোদিন কাঁচা বাজারের সমস্যা সমাধানে নান্দনিক ৬ তলা বিশিষ্ট কিচেন মার্কেট নির্মাণ কাজ শুরু করা যায়নি টাকার জন্য। এবার কাজ শুরু করতে বাঁধা নেই। এ মার্কেট নির্মাণ হলে মাংস বিক্রি, মুরগি-হাঁস বাজার, তরকারি বাজার, মুদি, মসল্লা বাজারসহ প্রয়োজনীয় সব বাজার ও দোকান একই মার্কেটে থাকবে।



মন্তব্য চালু নেই