ভ্যাট বাতিলের দাবিতে গণ বিশ্ববিদ্যালয়ের কঠোর কর্মসূচীর ডাক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট বাতিলের দাবিতে বুধবার (৯ সেপ্টেম্বর) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশের গুলিবর্ষণ ও লাঠিচার্জের প্রতিবাদে বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শোক দিবস পালন ও মোমবাতি প্রজ্জ্বোলন কর্মসূচী পালন করেছে।

রাত ৮টায় অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে মোমবাতি প্রজ্জ্বোলন কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা আন্দোলনের প্রথম কর্মসূচী হিসেবে শনিবার সকাল ১১টায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন।

দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচীর ডাক দেবেন বলে জানান নো ভ্যাট অন এডুকেশন আন্দোলনের সমন্বয়ক পলাশ।

তিনি আরও বলেন-“মৌলিক চাহিদার উপর ভ্যাট বসিয়ে সরকার প্রথম অপরাধ করেছে। আবার আন্দোলনে পুলিশ বাহীনি দিয়ে হামলা করিয়ে তারা আন্দোলনের গতিকে আরও বেগবান করেছে।”



মন্তব্য চালু নেই