ইরাক বাদ, ছয় মুসলিম দেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

চার মাসের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা সাতটি দেশেরে মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ ইরাককে বাদ দিয়ে নতুন নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এ আদেশ ১৬ মার্চ থেকে কার্যকর করা হবে।

তবে বাকি ছয়টি দেশের নিষেধাজ্ঞার মেয়াদ করা হয়েছে ৯০ দিনের জন্য। দেশগুলো হলো- সিরিয়া, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

এর আগে, গত ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অভিবাসন গ্রহণনীতি চার মাসের জন্য স্থগিত করে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



মন্তব্য চালু নেই