ভয়ঙ্কর ভূমিকম্পে মুশফিক-সাব্বিরের উদ্বেগ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর ৫ টার একটু পরে এ ভূকম্পন অনুভূত হয়। রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। ভারত-আসাম সীমান্তে ছিল এর উৎপত্তি।

কয়েক সেকেন্ডে স্থায়ী ওই ভূমি কম্পনের ফলে মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। সবার মাঝেই ছড়িয়ে পড়ে উদ্বেগ। পুরো দেশবাসীর মতো বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান উদ্বেগ প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিক তার অফিশিয়াল পেজে ভূমিকম্পের পরপরই পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘ভূমিকম্প! ভূমিকম্প! আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।’

10154554_10204245842705573_128672481557012938_n

মুশফিক আফটার শকের জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন। এছাড়াও ভূমিকম্পের সময় সতর্ক থাকার উপায় হিসেবে করনীয় কাজগুলোর একটি ছবি তিনি পোস্ট করেন। এবং সবাইকে এই কাজগুলো অনুসরণ করতে এবং জানাতে অনুরোধ করেন তিনি।

ছবির ক্যাপশন ছিলো অনেকটা এরকম, ‘বড় ভূমিকম্পের পরপরই আরেকটা ছোট ভূমিকম্প হয় যেটাকে আফটার শক বলে। সবাই এটার জন্যও সতর্ক থাকুন। আর অনুগ্রহ করে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুক।’

12400727_10204245842745574_5615419267338477959_n

এছাড়াও সাব্বির রহমান তার অফিশিয়াল ফেসবুক পেজে ভূমিকম্পের পরপরই এর মাত্রা সম্পর্কে জানিয়ে পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। এটা আসলেই অনেক বড় ছিলো। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬.৭। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক। আমিন।’



মন্তব্য চালু নেই