ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা ড্যানিশ রাজপুত্রের

অস্ট্রেলিয়ার এক সমুদ্র সৈকতে সাঁতার কাটতে এসে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন ডেনমার্কের দশ বছর বয়সী উত্তরাধিকারী প্রিন্স ক্রিশ্চিয়ান। এক উদ্ধারকর্মীর তৎপরতায় বড় ঢেউয়ে ভেসে যাওয়া থেকে রক্ষা পেয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার সেভেন নিউজ এই খবর জানায়। যদিও বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে, কিন্তু সোমবার পর্যন্ত সেটি কাউকে জানতে দেয়নি ড্যানিশ কর্মকর্তারা।

ডেনমার্কের যুবরাজ ফ্রেড্রেরিকের ১০ বছরের ছেলে প্রিন্স ক্রিশ্চিয়ান বৃহস্পতিবার গোল্ড কোস্ট স্ট্রিপের মারমেইড সৈকতে সাঁতার কাটছিলেন। এ সময় বড় এক ঢেউয়ে সে পড়ে গেলে স্থানীয় উদ্ধারকর্মী নিক ম্যালকম তাকে উদ্ধার করেন। কিন্তু নিক জানতেন না যে তিনি আসলে কাকে উদ্ধার করেছেন।

পরে নিককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন যুবরাজ ফ্রেড্রেরিক।

ম্যালকমের তত্ত্বাবধায়ক সোমবার সাংবাদিকদের বলেন, ওই উদ্ধারকর্মী যদি ঢেউয়ে ঝাঁপিয়ে বালক রাজপুত্রকে সৈকতে টেনে না আনতো, তাহলে সে মারাও যেতে পারতো।

প্রিন্স ক্রিশ্চিয়ান ডেনমার্কের রাজমুকুটের দ্বিতীয় উত্তরাধিকারী।



মন্তব্য চালু নেই