মতিঝিলে গুলিবিদ্ধ যুবলীগকর্মী মৃত্যু

মতিঝিলের এজিবি কলোনিতে গুলিবিদ্ধ যুবলীগকর্মী রিজভী হাসান বাবু মারা গেছেন। শুক্রবার রাতে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ, পরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরেক যুবলীগকর্মী আহসানুল হক ইমন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাশ জানান, রাত ১১টার দিকে গুলিবিদ্ধ হওয়ার পর বাবু ও ইমনকে ঢামেকে আনা হয়। বাবুর মুখের ডান পাশে গুলি লাগে। আর ইমনের ডান হাত এবং পাজরের বাঁ দিকে গুলি লাগে।

স্থানীয়রা জানান, রাতে এজিবি কলোনির একটি ক্লাবে তারা বসা ছিলেন। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। তবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি মারুফ রেজা সাগর দাবি করেছেন, হিরক, মিলন ও তুষারসহ কয়েকজন এই হামলা চালিয়েছে।



মন্তব্য চালু নেই