মতিঝিলে বাবা-ছেলের ওপর গুলিবর্ষণ, টাকা ছিনতাই

রাজধানীর মতিঝিল এলাকায় বাবা-ছেলের ওপর গুলিবর্ষণ করে নগদ ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মতিঝিল সরকারি হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সামছুল হক (৫০) পরিকল্পনা মন্ত্রণালয়ের চিফ হিসাবরক্ষক ও তার ছেলে আশরাফুল হক অপু (২৮) ধর্ম মন্ত্রণালয়ের হিসাবরক্ষক পদে কর্মরত আছেন।

সামছুল হক জানিয়েছেন, বিকেল ছেলেসহ তিনি রাজধানীর সেগুনবাগিচা কর অফিস থেকে রিকশায় করে সবুজবাগের বাসায় ফিরছিলেন। তাদের রিকশা মতিঝিল সরকারি হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে আসা মাত্র একটি মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় সামছুল হকের বাম পায়ে ও তার ছেলে অপুর পেটে গুলি লাগে।

গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ফাঁকে ছিনতাইকারীরা সামছুল হকের কাছে থাকা ১০ হাজার টাকা ও অপুর সঙ্গে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ অবস্থায় বাবা ও ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে রাত ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই