মদনে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

মদন (নেত্রকোনা) সংবাদদাতা : পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার নেত্রকোনা মদন উপজেলার কুলিয়াটী গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহতদের মধ্যে বাবুল মিয়া ও রুকেল মিয়া কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফ উদ্দিন আহম্মেদ নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষ্যে ড্রামসেট বাজানোকে কেন্দ্র করে উচিতপুর ট্রলার ঘাটে এ নিয়ে গত মঙ্গলবার কুলিয়াটী দক্ষিণপাড়ার নজরুলের সাথে একই গ্রামের ওমর সানির বাকবিতন্ডা হয়। এরই জের ধরে বুধবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত অনু মিয়া(৬০), আশরাফুল(১৯), কনু মিয়া(৬০), রাজ আলী(৬০), রুবেল(৩০), মিজানুর(১৩), জাকারিয়া(১৫), নজরুল(১৮), জামরুল(১৫) আজহারুল(৩৫) কে মদন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। বাকি আহতরা স্থানীয় চিকিৎসাধীন রয়েছে।

মদন থানার এসআই মারুফ মিয়া জানান, উক্ত ঘটনার পরিস্থিতি শান্ত রাখার লক্ষ্যে দু’গ্রুপের ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, রুবেল, মিজানুর, জাকারিয়ার, নজরুল, জামরুল, আজাহারুল।



মন্তব্য চালু নেই