মদনে ভ্রাম্যান আদালতে জরিমানা

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ এর অধীনে সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নেত্রকোনা মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে বুধবার নেত্রকোনার মদন উপজেলায় ভ্রাম্যান আদালত পরিচালিত হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ পন্য এবং ঔষধ বিক্রয়, খাবার হোটেলে পোড়া তেল ব্যবহার এবং মূল্য তালিকা সংরক্ষন না করায় উপজেলার সদরের ৭ টি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। নিত্যরঞ্জন স্টোরকে ৫হাজার, মের্সাস স্বপন কুমার পাল কে ২ হাজার, মা স্টোর ১ হাজার , নিউ ঔষধ ঘর ৫হাজার, সাগর মিষ্ঠান্ন ভান্ডার ২হাজার সুধীন্দ্র হোটেল ৩হাজার,ভাই ভাই রাইস এন্ড ফ্লাউয়ার মিল কে ৫হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরমিানা করা হয়। এ সময় উপজেলা সেনিট্যারি ইন্সেপেক্টর এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হেলাল উদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই