মদনে ১০ টাকা কেজি চালের ৩শ ৪৩টি কার্ড বাতিল

প্রতিনিধি, মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদন উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল হতদরিদ্র ও দুঃস্থ লোকদের পরিবর্তে সচ্ছল ব্যক্তিদের নামে তলিকা তৈরি করে চাল দেয়ার অনিয়মের অভিযোগে ৮ ইউনিয়ন পরিষদের আওতায় ৩শ ৪৩টি কার্ড বাতিল করা হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানান যায়, নেত্রকোনার মদন উপজেলার ৮ ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য মোট ৪ হাজার ৩শ ৪৩টি কার্ড বরাদ্ধ দেয়া হয়। এর মধ্যে উপজেলার কাইটাইল,চানগাঁও,মদন,গোবিন্দশ্রী, মাঘান, নায়েকপুর, ফতেপুর ইউনিয়নে ৪ হাজার ৩শ ৪৩টি কার্ড বিতরন করা হয় । তালিকা তৈরিতে ক্ষমতার অপব্যবহার ও প্রভাব বিস্তার করে হতদরিদ্র ও দুঃস্থদের পরিবর্তে সচ্ছল নামে ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হলে এলাকায় তোরপাড়ের সৃষ্টি হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ করা হয়।

এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা রেজাউল করিম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য বিভাগ তদারকির মাধ্যমে ৮ ইউনিয়ন থেকে ৩ শ ৪৩টি কার্ড বাতিল করেন।

প্রাপ্ত তথ্যানুসারে সবচেয়ে অনিয়ম হয়েছে ফতেপুর ইউনিয়নে মাত্র ৬৮টি কার্ড বাতিল করা হয়।



মন্তব্য চালু নেই