মদের গ্লাসে বন্দি নগ্ননৃত্য

মদের গ্লাসে বন্দি নগ্ননৃত্য

মো. আলী আশরাফ খান

আজকাল ‘শান্তি’ নামের সোনার হরিণটি যেন
ধরা-ছোঁয়ার বাহিরে দূর বহু দূর করছে অবস্থান,
কোনভাবেই কোন রকম চাষাবাদ কল্পনারজমিনে
কিংবা পারছি না বৃক্ষ রোপণের কোন ছবি আঁকতে।

রাজ্যাশনে অধিষ্ঠিত যারা তাদের ভাবনার বলয়-
যে করে হউক ক্ষমতাবহরে আমরাই করবো জয়!
দেশ রসাতলে যায় যাক নেই তাদের কোন ভাবনা,
ক্ষমতা চাই-এটাই যেন এখন সকলের মনোবাঞ্ছনা।

আহ! শিক্ষা নিয়ে মহাবাণিজ্য চলছে আজ দেশব্যাপি
কারো নেই কোন মাথা ব্যথা সবাই যেন হয়েছে জিম্মি।
সোনালী স্বপ্ন বুকে এমন শিক্ষিত অগণিত তরুণ আজ
বেকারত্বের অভিশাপে কাতরাচ্ছে-ধরছে মাদক নীলবিষ।

আহ! ধনীকশ্রেণীর আরো চাই আরো যেন পাহাড় সমান!
কারো দারিদ্রতা দেখার নেই সময় তারা বড্ড বেসামাল।
শ্রমিকের ঘাম নিয়ে নিত্য তামাশা করে ওইসব কোটিপতি,
আহ! তাদের মদের গ্লাসে বন্দি নগ্ননৃত্য শতশত যুবতী।



মন্তব্য চালু নেই