মধ্যবাড্ডার আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

রাজধানীর মধ্যবাড্ডার লায়ন চক্ষ‍ু হাসপাতালের উল্টো পাশের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল বাহিনীর ১১টি ইউনিটের প্রায় দেড় ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রত্যক্ষদর্শী আমির হামজা বলেন, সোমবার দুপুর ১২ টা ৫৫ মিনিটে আগুন লাগে। প্রথমে ভাই ভাই বোর্ডিং নামের বিশালাকার বাড়িতে আগুন লাগে। পরে তা আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পাশের একটি বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে যায়।

মধ্য বাড্ডার আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে দমকল বাহিনীর সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। আগুন নেভাতে সর্বশেষ ১১টি ইউনিট কাজ করছে। তবে আগুনের তাপের জন্য প্রথমে ফায়ার কর্মীরা কাছাকাছি যেতে পারেনি। দেড় ঘণ্টা চেষ্টার পর কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রাথমিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই