মনপুরায় দাবী আদায়ের লক্ষে মৎস্যজীবীদের মানব বন্ধন ও সমাবেশ

ফজলে আলম, ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরা থেকে ঢাকায় কোটি টাকার ইলিশ রপ্তানী হলেও লঞ্চ মালিক স্টাফদের সেচ্চাচারিতা ও বিলম্বের গন্তব্যে পৌছার কারনে লোকসান গুনছেন ইলিশ ব্যবসায়ীরা।

এ সংকটের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে মনপুরার মৎস্য আড়ৎদার, পাইকার ও সাধারন জেলেরা।

রবিবার দুপুরের উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মৎস্যজীবীরা এ রুটে দ্রুত আরেকটি লঞ্চ ও ভাড়া কমানোর দাবী জানিয়েছেন। এসময় তারা আরো বলেন একটি লঞ্চচলায় এই দ্বীপের যাত্রীদের জিম্মি করে একটি লঞ্চ বেশি বাড়া আদায় করছে। তাই দ্রুত আরো একটি লঞ্চ দেয়ার দাবী জানায়।

এতে বক্তব্য সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ কাজল, মৎস্যজীবী সমিতির সভাপতি লোকমান হাওলাদার, হারুন পাটোয়ারী ও মোশারেফ হোসেন বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই