মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

সরকারদলীয় গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য অন্যান্য মন্ত্রী ও এমপিদের তিনি সতর্ক করেছেন।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক চলাকালে লিটন প্রসঙ্গটি টেনে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

বৈঠক শেষে কয়েকজন মন্ত্রী সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় লিটনের প্রসঙ্গ উঠে আসলে প্রধানমন্ত্রী বলেন, আগে তার ভূমিকা ভালো ছিলো। কিন্তু আমাদের অর্জন যারা বিনষ্ট করবেন, তাদের এমন আচরণ সহ্য করা হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে মন্ত্রীদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের আর তিন বছর তিন মাস আছে। এই সময়ে যে অগ্রগতি হয়েছে সেটাকে ধরে রাখতে হবে। পাশাপাশি অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হবে।

এমপি লিটনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন মন্তব্য করলে প্রধানমন্ত্রী বলেন, তিনি হয়তো কোথাও লুকিয়ে আছেন।

বৈঠকে দুই বিদেশি হত্যার ব্যাপারটি উঠে আসলে শেখ হাসিনা বলেন, বিদেশিদের হত্যার বিএনপি-জামায়াতের যোগসূত্র রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মান ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কার এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের দেওয়া আইসিটি অ্যাওয়ার্ড’ পাওয়ায় তাকে বৈঠকে অভিনন্দন জানানো হয়।



মন্তব্য চালু নেই